বিয়ানীবাজার সংবাদ

সিলেট মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হলেন বিয়ানীবাজারের সন্তান ডা. মুজিবুল হক

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারের কৃতি সন্তান শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মুজিবুল হক সিলেট ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়েছেন। তিনি একই মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে নিয়োজিত ছিলেন।

রবিবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্মসচিব (পার-১) মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

একই দিন সিলেট ওসমানী কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়েছেন কলেজের আগের উপাধ্যক্ষ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ শিশির রঞ্জন চক্রবর্তী।

ডাঃ মুজিবুল হকের বাড়ি বিয়ানীবাজার উপজেলার বাগন গ্রামে।

Back to top button
error: Alert: Content is protected !!