জুড়ীমৌলভীবাজার

জুড়ীতে বর্ণিল আয়োজনে অবসরে গেলেন ইমাম

মনিরুল ইসলাম, জুড়ীঃ ৩০ বছরের বেশি ইমামতি শেষে বর্ণিল আয়োজনে অবসরে গেলেন হযরত মাওলানা মোসলেহ উদ্দিন পাঠান। জুড়ী উপজেলার জাঙ্গীরাই জামে মসজিদের খতিব হিসেবে দীর্ঘ ৩০ বছরের বেশি কর্মরত শেষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জাঙ্গীরাই জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদের পক্ষ থেকে ইমামকে বিদায় সংবর্ধনা দিয়ে মানবতার বিরল দৃষ্টি স্থাপন করেছেন মসজিদ কমিটি।

জাঙ্গীরাই যুব কল্যানের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি জাঙ্গীরাই জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা মোসলেহ উদ্দিন পাঠান।

বক্তব্য রাখেন জাঙ্গিরাই মসজিদের সভাপতি হাজী সুধন মিয়া, সাধারণ সম্পাদক ডা: আব্দুল করিম, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসা সাবেক সভাপতি প্রবীন মুরুব্বি আব্দুল রশিদ, জাঙ্গীরাই দাখিল মাদরাসার সভাপতি ডা: মো: হোসেন, জাঙ্গীরাই দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শফিকুর রহমান, জাঙ্গীরাই যুব কল্যানের সভাপতি ও ইউ’পি সদস্য আব্দুল জব্বার, ব্যবসায়ী হাবিবুর রহমান প্রমুখ।

Back to top button