বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ৬২জন, আলিমে ১৭জন শিক্ষার্থী

বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজারে এবারের এইচএসসি পরীক্ষায় ৬২জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এরমধ্যে কেন্দ্রীয় বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে ৫৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় মোট ১৭ জন পরীক্ষার্থী এ-প্লাস পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় বিয়ানীবাজারের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে ৫৮ জন, বৈরাগীবাজার ডিগ্রি কলেজ থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন। অপরদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় বিয়ানীবাজার সিনিয়র মাদ্রাসা থেকে ৮ জন, বৈরাগীবাজার সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ৩জন, মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে ৪ জন, দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ১জন, রহমতাবাদ দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা থেকে ১জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন।

এদিকে, বিয়ানীবাজারে এইচএসসি পরীক্ষায় মোট ২৪৭৯জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন তন্মধ্যে ২০৫৯ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন, পরীক্ষায় মোট পাসের হার

অন্যদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ১৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ১৭৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

Back to top button
error: Alert: Content is protected !!