বিয়ানীবাজারের নালবহর নয়াপাড়ায় প্রবাসীদের অর্থায়নে নির্মিতব্য মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপণ

বিশেষ প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের জমাদার খালের ভরাট হওয়া ভূমিতে নির্মিত হচ্ছে নালবহর নয়াপাড়া মোহাম্মদিয়া মসজিদ। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসরত দুটি পরিবারের সহায়তায় মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি মসজিদের নিকটে বিশাল ভুমির উপর কবরস্থান ইতোমধ্যে করে দিয়েছেন প্রবাসী পরিবারগুলো।
জানাযায়, যুক্তরাষ্ট্র প্রবাসী মরহুম আব্দুল হাছিবের পরিবার এবং যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মাহবুব উদ্দিন, জয়নাল আবেদিন, আব্দুল খালিক, আব্দুল মালিক মসজিদ ও কবরস্থান করার উদ্যোগ গ্রহণ করেন। শিক্ষক বুরহান ঊদ্দিন উদ্দিনের তত্বাবধানে ইতোমধ্যে কবরস্থানের কাজ শেষ হয়েছে। আর বুধবার ভিত্তিপ্রস্থর স্থাপণ করা হয়েছে মসজিদের।
উদ্যাক্তারা জানিয়েছেন, জমাদারের খাল ভরাট হওয়ার ফলে এখানে সরকারে আবাসন প্রকল্পসহ আপশপাশ এলাকায় বসতি স্থাপণ করছেন লোকজন। ইতোমধ্যে কয়েকশ পরিবারের বসতি রয়েছে ওই এলাকায়। কিন্তু মসজিদ না থাকায় নামাজ আদায় করতে মুসল্লিদের অনেক দুরে যেতে হয়। নাল বহর নয়াপাড়া এলাকায় এই মসজিদ নির্মাণ হলে স্থানীয় মুসল্লিগণ ছাড়াও বিয়ানীবাজারের মাথিউরা, তিলপারা, লাউতা ও মুল্লাপুর ইউনিয়নের মুসল্লি ছাড়াও পথচারিগণ নামাজ আদায় করতে পারবেন।
মসজিদের তত্বাবধানকারী শিক্ষক বুরহান উদ্দিন জানান, এই মসজিদের প্রাথমিক কাজে প্রবাসী পরিবারগুলো সহায়তা করলেও এখানে পুরো কাজ শেষ হতে প্রয়োজন হবে প্রায় ৪০ লাখ টাকা। তাই তিনিসহ প্রবাসীগণ মসজিদ নির্মাণে দেশি বিদেশী দানশীল ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন।
বুধবার দোয়া মাহফিলের মাধ্যমে ভিত্তিপ্রস্থর স্থাপণ করা হয়। এ সময় মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন, মসজিদের তত্বাবধায়ক শিক্ষক বুরহান উদ্দিন, ইউপি সদস্য নজমুল হক, শামছুল ইসলাম, সৈয়দ হোসেন, সমাজ সেবী এখলাছ উদ্দিন, হাজী ছফর উদ্দিন, আব্দুল মতিন বেলাল, আব্দুল লতিফ, আব্দুল হাছিব, নালবহর কেন্দ্রীয় মসজিদের ইমাম জোয়াহের আমহদ, জাহাঙ্গীর আলম প্রমূখ।