র্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে শাবি, প্রক্টর-প্রভোস্টদের টহল
প্রতিবছর অনেক স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করেন নবীন শিক্ষার্থীরা।কিন্তু স্বপ্নের ক্যাম্পাসে পা রাখা মাত্রই র্যাগিংয়ের শিকার হন অনেক শিক্ষার্থী।এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তারা।পাশাপাশি পড়াশোনা ছেড়ে ক্যাম্পাসও ত্যাগ করেন অনেক শিক্ষার্থী।
তবে বিগত পাঁচ বছরে র্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এর মাত্রা এখন শূন্যের কোটায় চলে এসেছে।এরপরও নবীন শিক্ষার্থীদের র্যাগিং বা অন্য কোনো উপায়ে হয়রানি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে।এর পরদিন থেকে বিভিন্ন বিভাগে রুটিন অনুযায়ী ক্লাস শুরু হবে। তাই ওইদিন থেকেই সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট র্যাগিং বিরোধী সতর্কতামূলক ব্যানার সাঁটিয়ে দেয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাজেদুল ইসলাম খান।
তিনি বলেন, নতুন শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছেন। তাদের কেউ র্যাগিং বা অন্য কোনো উপায়ে হয়রানি করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এ নিয়ে ক্যাম্পাসে র্যাগিং বিরোধী সতর্কতামূলক ব্যানার টানানো হয়েছে।আমাদের প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাসে নিয়মিত টহল দিচ্ছি।কেউ র্যাগিং বা হয়রানির শিকার হলে ব্যানারে উল্লেখিত প্রক্টরিয়াল বডির হটলাইনে যোগাযোগ করার আহ্বান রইলো।
আবাসিক হল গুলোতে নবীন শিক্ষার্থীদের হয়রানী ও র্যাগিংয়ের বিরুদ্ধে হল প্রশাসন সোচ্চার বলে জানিয়েছেন সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আবু সাঈদ আরফিন খান নোবেল।
তিনি বলেন, আবাসিক হল গুলোতে নবীন শিক্ষার্থীরা এসেছে। এখন তারা যেন সিনিয়রদের দ্বারা কোনো প্রকার হয়রানী ও র্যাগিংয়ের শিকার না হয় সে বিষয়ে আমরা সবসময় তৎপর।এমন কোনো ঘটলা ঘটলে হল প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে।
মেয়েদের আবাসিক হল গুলোতে র্যাগিংয়ের বিরুদ্ধে আরও কঠোরভাবে সোচ্চার বলে জানিয়েছেন বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জোবেদা কনক খান।
তিনি বলেন, আমাদের এখানে র্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ। মেয়েদের প্রধান হল ও সাব-হল গুলোতে নতুন ছাত্রীরা উঠছে। তারা যেন কারো দ্বারা হয়রানী ও র্যাগিংয়ের শিকার না হয় সে বিষয় আমরা সতর্ক অবস্থানে আছি। কোনো নবীন ছাত্রী যদি র্যাগিংয়ের মত অবস্থায় পড়ে তাহলে অবশ্যই হল প্রশাসন, প্রক্টর সহ দায়িত্বশীল বডিকে যেন অবগত করে সে আহবান রইলো।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিগত পাঁচ বছর থেকে বিশ্ববিদ্যালয়ে র্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা র্যাগিংয়ের ব্যাপারে জিরু-টলারেন্স নীতি গ্রহণ করেছি।এর আগে যারা এমন কর্মকান্ডে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, প্রক্টরিয়াল বডি ও আবাসিক হলের প্রাধ্যক্ষ এবং প্রতিটি ডিপার্টমেন্ট এর প্রধানদের র্যাগিংয়ের বিরুদ্ধে সতর্ক অবস্থানে থাকার ব্যাপারে নির্দেশনা দেয়া আছে।এছাড়া আমাদের প্রক্টরিয়াল বডি ও হল প্রাধ্যক্ষদের নিয়মিত টহল চালু আছে। ক্যাম্পাসে র্যাগিং বিরোধী ব্যানার টানানো আছে। সেখানে দায়িত্বশীলদের মোবাইল নাম্বার দেয়া আছে। কেউ যদি এমন অবস্থায় পড়ে তাহলে নির্ধারিত নাম্বারে অভিযোগ জানাতে পারবে।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি আমার আহবান থাকবে বিশ্ববিদ্যালয়ের সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য কোনো শিক্ষার্থীকে কোনোভাবে যেন হয়রানি না করা হয়।