সিলেট

সিলেটের শ্রেষ্ঠ ওসি গোলাপগঞ্জ থানার রফিকুল ইসলাম

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে সিলেট জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পুরষ্কৃত করা হয়েছে।

গেল জানুয়ারি মাসে অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে থানা এলাকায় শান্তি শৃঙ্খলারক্ষা, মাদক উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারসহ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের স্বীকৃতিসরূপ তাঁকে পুরস্কৃত করা হয়।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা সুপার আবদুল্লাহ আল মামুন তার হাতে ক্রেস্ট তুলে দেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার একার নয় আমার থানার সকল অফিসার ও ফোর্সের পরিশ্রমের ফসল। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।

উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. রফিকুল ইসলাম যোগদান করেন।

Back to top button