প্রবাস

মিশরে কোরআন প্রতিযোগিতায় দৃষ্টিপ্রতিবন্ধী বাংলাদেশি তানভির

বিশ্বের ৫৮টি মুসলিম দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যোগ দিয়েছেন বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভির হোসাইন।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানী কায়রোর গ্র্যান্ড নাইল টাওয়ার হোটেলে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ড. মোহাম্মদ মুখতার জুমা চার দিনব্যাপী কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন।

আট ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উত্তীর্ণদের জন্য রয়েছে ১ম ও ২য় পুরস্কার, যথাক্রমে ২৫০,০০০ ও ১৫০,০০০ গিনি বা মিশরীয় পাউন্ড, যা টাকায় দাঁড়ায় (৮৯৭৭৭৫) ও (৫৩৮৬৬৫)।

অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের কায়রোস্থ দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের দুইজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে, হাফেজ তানভির বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের তানভির হোসাইন ঢাকার যাত্রাবাড়ী দনিয়া কাজলাস্থ শায়েখ নেছার আহমাদ আনছারী পরিচালিত ‘মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার’ ছাত্র।

এর আগে তানভির সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।

Back to top button