সারাদেশ

হিরো আলমের অভিযোগ যাচাইয়ের নির্দেশ দিলেন সিইসি

বগুড়া-৪ আসনের উপনির্বাচনে নন্দীগ্রাম উপজেলার ১০ কেন্দ্রের ফল পাল্টানোর অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি যাচাই করতে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে টেলিফোনে কল করে বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসানকে এ নির্দেশ দেন।

বিকালে মাহমুদ হাসান বলেন, একটি টেলিভিশন চ্যানেলে লাইভ দেখার পর সিইসি হিরো আলমের অভিযোগের বিষয়টি যাচাই করে দেখতে বলেন। যাচাই করে ‘প্রকাশিত ফল সঠিক’ উল্লেখ করে সিইসিকে জানানো হয়েছে। এছাড়া ফলাফলের সিটগুলো প্রিন্ট করে ওনাকে পাঠানো হয়।

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থী জাসদের (ইনু) এ কে এম রেজাউল করিম তানসেন ২০ হাজার ৪০৫ ভোটে এমপি নির্বাচিত হন। তার কাছে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।

পরাজয়ের পর হিরো আলম রাত সাড়ে ১০টার দিকে বগুড়া সদরের এরুলিয়া গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নন্দীগ্রাম উপজেলার ১০ কেন্দ্রের ভোট বাদ দিয়ে ফল পাল্টানোর অভিযোগ করেন। হিরো আলম ফলাফল বর্জন ও এ বিষয়ে প্রতিকার পেতে আদালতে রিট করবেন বলে জানিয়েছেন।

বিষয়টি গণমাধ্যমে দেখার পর সিইসি কাজী হাবিবুল আউয়াল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফোন করে বিষয়টি যাচাই করতে বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেন। পরে নির্বাচন কর্মকর্তা আবারও ১০ কেন্দ্রের ফল যাচাই করে ‘সঠিক পাওয়ার’ কথা সিইসিকে জানিয়ে দেন।

Back to top button