সিলেট

দেশি মোড়কে ভারতীয় চিনি, র‍্যাবের জালে আটক ২

সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে বাংলাদেশি একটি কোম্পানির মোড়কে ভারতীয় চিনির ২ হাজার ৭৫০ কেজি বস্তার চালান আটক করেছে র‍্যাব।

এসময় চোরাচালান চক্রের সাথে জড়িত থাকার অভিযোগকে দুই জনকে আটক করে র‍্যাব৷ আটককৃতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নে কেজাউড়া গ্রামের মো আব্দুল কাদিরের ছেলে রেজাউল করিম ও রণ বিদ্যা গ্রামের আবু তাহেরের ছেলে সাইফুল ইসলাম।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ২৭৫০ কেজি ভারতীয় চিনিসহ ০২ জন পেশাদার চোরাকারবারী গ্রেফতার করা হয়। এসময় ভারতের চিনিগুলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোম্পানি ফ্রেশ এর বস্তায় মোড়ানো ছিল।

র‍্যাব-৯ সিপিসি-৩ এর কোম্পানির কামান্ডার লে. কর্ণেল সিঞ্চন চৌধুরী বলেন, এ চক্রটি বাংলাদেশি বস্তায় মোড়িয়ে ভারতীয় চিনি আমদানি করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিতো, গোপন সংবাদের ভিত্তিরতে পাচারকালে ব্যাবহার করা পিকআপসহ পলাশ বাজার থেকে গ্রেফতার করা হয়।

Back to top button
error: Alert: Content is protected !!