খেলাধুলা

এক পেনাল্টিতে ‘তিন শট’, তবুও গোল করতে পারলেন না এমবাপে

গতকাল বুধবার রাতে বাজে অভিজ্ঞতাই হয়েছে কাইলিয়ান এমবাপের। মন্টেপেলিয়ের বিপক্ষে ফরাসি ফরোয়ার্ডের পারফরম্যান্স ছিল হতাশার। এক পেনাল্টি দুবার নেয়ার সুযোগ পেয়েছেন, শটের সুযোগ পেয়েছেন তিনবার, তাতেও গোল আদায় করতে পারেননি ২৪ বর্ষী তারকা। ফ্রেঞ্চ লিগ ওয়ানে মন্টেপেলিয়েরকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি।

গোল পেয়েছেন বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি। সুযোগ পেলেও গোল আদায় করতে পারেননি এমবাপে। ম্যাচের সপ্তম মিনিটে মন্টেপেলিয়েরের বক্সে ফাউলের শিকার হন সার্জিও রামোস। পিএসজি পেনাল্টি পায়। এমবাপে শট নিলে গোলরক্ষক বেঞ্জামিন লেকোমটে বল ঠেকিয়ে দেন। গোলরক্ষক ঠেকানোর পরও মন্টেপেলিয়েরের জাল যেন হাতছানি দিয়ে ডাকছিল ফরাসি ফরোয়ার্ডকে।

প্রথমবার পেনাল্টির সময় গোলরক্ষক লাইনের সামনে চলে আসায় দ্বিতীয় সুযোগ দেয় ভিএআর প্রযুক্তি, সেখানেও পারেননি এমবাপে। এবারও গোলরক্ষক ঠেকালে পোস্টে লেগে পিএসজি ফরোয়ার্ডের কাছেই ফেরত আসে বল। পুনরায় গোলের সুযোগ পেলেও তিনি বল পাঠিয়েছেন বারের উপর দিয়ে। হতাশার পারফরম্যান্সের দিন দুর্ভাগ্য পেয়ে বসেছিল কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে।

২১ মিনিটে লিও লেরয়ের বাজে ট্যাকলের শিকার হন ফরাসি ফরোয়ার্ড। হাঁটু ও ঊরুতে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় একবাপেকে। প্রায় দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে এমবাপেকে। ৮ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ কাপে ও ১১ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে তাকে পাচ্ছে না জায়ান্টরা। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও তাকে পাওয়া নিয়ে বাড়ছে শঙ্কা।

Back to top button
error: Alert: Content is protected !!