খেলাধুলা

নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব ছেড়েছেন হাথুরুসিংহে, তবে কি আসছেন বাংলাদেশে?

রাসেল ডমিঙ্গো চলে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদটা এখনো ফাঁকাই পড়ে আছে। বাংলাদেশের ক্রিকেট মহলে অনেক দিন ধরেই আলোচনা চলছে-জায়গাটা নিতে পারেন এর আগে সাকিব-তামিমদের কোচিং করানো হাথুরুসিংহে।

আজ জানা গেছে, অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লু) সহকারি কোচের চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন হাথুরু। ক্রিকেট এনএসডব্লুর হেড অব এলিট মেল ক্রিকেট মাইকেল ক্লিঞ্জার বলেছেন, ‘ক্রিকেট এনএসডব্লু, ব্লুজ ও সিডনি থান্ডারে চন্ডি গত দুই বছর দারুণ অবদান রেখেছেন। তার চলে যাওয়াতে আমরা দুঃখিত। কিন্তু তাঁর আন্তর্জাতিক কোনো দলের কোচিং করানোর ইচ্ছার বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তাঁর কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা থাকল।’

(বিস্তারিত আসছে…)

Back to top button