সিলেট

বিশ্বনাথে ভোরে নিখোঁজ, বিকেলে হাওরে মিলল বৃদ্ধের মরদেহ

টাইমস ডেস্কঃ সিলেটের বিশ্বনাথে ফজরের নামাজে গিয়ে ভোরবেলা নিখোঁজ হন আশক আলী নামের ৮০ বছর বয়সী এক বৃদ্ধ। এর প্রায় ১১ঘন্টা পর বিকেলে গ্রামের পাশ্ববর্তি চাউলধনী হাওরের সমস্যার খালে পাওয়া যায় তার মরদেহ।

রহস্যজনক মৃত্যুবরণকারী আশক আলী উপজেলার দৌলতপুর ইউনিয়নের জগদ্বিশপুর (তেঘরী) গ্রামের মৃত ইছমাইল আলীর ছেলে।

তার মৃতদেহ হাওরের পানিতে ভাসছে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর সোমবার বিকেল ৪ টার দিকে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। তবে এই মৃত্যুটি হত্যা না আত্মহত্যা, সে সম্পর্কে এখনো কিছু বলতে পারছেনা থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, সোমবার ভোর ৫টারদিকে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন বয়োবৃদ্ধ আশক আলী। এরপর আর বাড়ি না ফেরায় তার প্রবাস ফেরত ছেলে আকদ্দুছ আলী, বাবুল আলীসহ স্বজনরা অনেক খোঁজাখুজি করেন, কিন্তু সন্ধান পাননি। অবশেষে বিকেল ৪ টার দিকে চাউলধনী হাওরে আশক আলীর মরদেহ পান স্থানীয় মাছ শিকারিরা। এসময় তারা হাওরের পানিতে মরদেহ ভাসছে দেখে পুলিশে খবর দেন।

বিশ্বনাথ থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে হাওর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে, রহস্যজনক মৃত্যু হলেও বডিতে আঘাতের চিন্ত পাওয়া যায়নি। কিন্তু তারপরও ময়না তদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বলা যাচ্ছে না।

Back to top button