বিয়ানীবাজারে গাজাসহ তিন মাদক কারবারি আটক
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে বারইগ্রাম বাজারে গাজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে বাজার কমিটি ও স্থানীয়রা গাজাসহ সন্দেহভাজন তিন যুবককে মাদকসহ পুলিশের হাতে তুলে দেয়।
আটককৃত তিন যুবক লাউতা ইউনিয়নের নন্দিরফল গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে শাকিল আহমদ সাকু (৩৩), একই উপজেলার চারখাই ইউনিয়নের আদিনাবাদ এলাকার আব্দুল মতিনের পুত্র রাবেল আহমদ (৩০) এবং গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিন নগর এলাকার আব্দুল হকের পুত্র আলম আহমদ (৩০)।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় এক যুবককে র্যাবের সোর্স পরিচয়ে ধৃত আলম বেধড়ক পেটাচ্ছিলেন রাবেল আহমদকে। বাজারে থাকা স্থানীয় লোকজন আটকালে থলের বেড়াল বেরিয়ে আসে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে ধৃত অপর আসামী সাকুর বাড়ি থেকে আনুমানিক এক কেজি ওজনের গাজা আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারে তাদের জড়িত থাকার প্রমান পেয়ে আটক করে বিয়ানীবাজার থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, সাকু এবং আলম আগে থেকেই বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত।
বারইগ্রাম বাজার বনিক সমিতির সভাপতি নিজামুল হক নাজিম, মাদক কারবারের সাথে জড়িত সন্দেহে বাজারে কিছু লোক আটক করে তাদেরকে জানালে তারা পুলিশে খবর দেন।
লাউতা ইউনিয়নের দায়িত্বে থাকা বিট অফিসার এস আই শাহ মোহাম্মদ হিমেল জানান, আটককৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানের অংশ হিসাবে তাদের আটক করে মাদকদ্রব্য মামলায় আটক দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে।