বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নতুন যোগদানকৃত ওসি তাজুল ইসলাম পিপিএম

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থানায় গত শুক্রবার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন তাজুল ইসলাম পিপিএম। এর আগে তিনি কানাইঘাট থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। বিয়ানীবাজার থানায় নব যোগদানকৃত ভারপ্রাপ্ত এই কর্মকর্তা শনিবার সন্ধ্যার পর বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

মতবিনিময় সভায় নতুন অফিসার ইনচার্জের কাছে সাংবাদিকদের পক্ষ থেকে দাবী করা হয় পেশাগত কাজের কারণে কোন সাংবাদিক যেন পুলিশি হয়রানির মধ্যে না পরে। এবং মিথ্যা কোন মামলা দিয়ে সাংবাদিকদের কাজে যেন পুলিশ ব্যাঘাত সৃষ্টি না করে।

এসময় নতুন যোগদানকৃত ভারপ্রাপ্ত(ওসি) পুলিশ কর্মকর্তা তাজুল ইসলাম জানান পুলিশ এবং সাংবাদিক এক সাথে কাজ করার মধ্য দিয়ে সমাজের উন্নয়ন করা সম্ভব। তিনি আরও জানান পুলিশ এবং সাংবাদিকের কাজ প্রায় একই। কোন ঘটনা ঘটার পরে পুলিশ আগে পৌছায় নয়তো সাংবাদিক আগে পৌছায়। সেজন্য সাংবাদিকদের পেশাগত কাজে পুলিশ সব সময় সহায়তা করবে।

এদিকে বিয়ানীবাজার থানার সদ্য সাবেক অফিসার ইনচার্জ হিল্লোল রায় প্রায় ২ বছর বিয়ানীবাজার থানায় ওসির দায়িত্বে কর্মরত ছিলেন। দায়িত্বকালীন সময়ে তার নানা কাজে তিনি প্রশংসা কুড়িয়েছেন। উপজেলাকে ডাকাতিমুক্ত রাখতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। গত ২৬ জানিয়ারী সিলেট পুলিশ সুপারের স্বাক্ষরিত এক আদেশে তার বদলির নোটিশ আসে। তার নতুন কর্মস্থল এখন কোম্পানিগঞ্জ থানা।

Back to top button
error: Alert: Content is protected !!