সিলেট

ফুটবল খেলতে সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

সিলেটের বিশ্বনাথ উপজেলায় রাতে ফুটবল খেলার জন্য বিদ্যুতের সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার প্রয়াগমহল গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তরুণের নাম চম্পু দেব (২৫)। তিনি বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রয়াগমহল গ্রামের কালাচান দেবের ছেলে। চম্পু দেব ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন।

স্থানীয় মানুষের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে প্রয়াগমহল গ্রামের তরুণ ও যুবকেরা ফুটবল খেলার আয়োজন করেন। এ জন্য বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চম্পু দেব। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর সরকার বলেন, রাতে ফুটবল খেলার জন্য বিদ্যুতের সংযোগ নিতে গিয়ে চম্পু দেব বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Back to top button