সিলেট

সিলেটে ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের প্রকোপ, প্রতিদিন আক্রান্ত দেড়শতাধিক!

সিলেটে ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের প্রকোপ বেড়েই চলছে। গত ৭৭ দিনে ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগে ১৪ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যা গড়ে প্রতিদিন ১৮১ জন করে আক্রান্ত হচ্ছেন।

এ তথ্য জানা গেছে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে। গত ১৪ নভেম্বর থেকে দেশে শীতজনিত রোগে আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্যানুসারে, গতকাল শুক্রবার পর্যন্ত ৭৭ দিনে সিলেট বিভাগে শ্বাসতন্ত্রের প্রদাহজনিত (নিউমোনিয়া, ব্রংকাইটিস প্রভৃতি) রোগে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৬৫ জন। একই সময়ে এ বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হন ১০ হাজার ১১ জন।

সারা দেশে শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগে ৯২ জন এবং ডায়রিয়ায় ৩ জন মারা গেছে। আর ডায়রিয়ায় ৩ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন ডায়রিয়ায় এবং ৬৬ হাজার ৮২১ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছেন।

Back to top button