সিলেট

শাবিতে সোনালী ব্যাংকে চুরির চেষ্টায় আটক ১

টাইমস ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সোনালী ব্যাংক শাখায় চুরি করতে এসে জালাল আহমদ নামের এক যুবক আটক হয়েছেন। আটককৃত ব্যক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডলিয়া নামক গ্রামের বাসিন্দা। এসময় তার সাথে আরো চার জন ছিলো। তবে তারা পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ব্যাংকের ম্যানেজার মো. দিলশাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মো. দিলশাদ আলী বলেন, রাতে চুরি করতে এসে ব্যাংকের ভিতরে আনসার সদস্যদের হাতে এক যুবক ধরা পড়েছে। খবর শুনে দ্রুত সেখানে যাই। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

ব্যাংকের ভিতরে থাকা আনসার সদস্য নজরুল ইসলাম বলেন, “রাত চারটার দিকে হঠাৎ জোরে আওয়াজ আসে আমাদের কানে। আমরা দুজন আনসার সদস্য ব্যাংকের ভিতরে ছিলাম। দ্রুত ওইদিকে যাই। তখন বাথরুমে ঢুকতে চাইলে ভিতর দিক থেকে দরজা বন্ধ পাই। অনেকক্ষণ ডাকাডাকির পর কেউ দরজা খুলে না দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের খবর দেই। পরে ওই চোরকে হাতেনাতে ধরে ফেলি।”

এ বিষয়ে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা বলেন, ”তাকে (চোর) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Back to top button