হবিগঞ্জ
মাধবপুরে ১৮টি চোরাই মোবাইল ও ল্যাপটপসহ গ্রেপ্তার ১
টাইমস ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুরে ১৮টি চোরাই মোবাইল ফোনসেট ও একটি ল্যাপটপসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম হজরত আলী সিয়াম (২৩)।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার এসআই রাজিব কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। এগুলোর আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা হয়েছে।