খেলাধুলা

ক্রীড়া প্রতিমন্ত্রীর সহায়তায় ব্রাজিল যাচ্ছেন বাংলাদেশের ডিফেন্ডার

ব্রাজিলের সাও পাওলো শহরের সালতো ক্লাবে তিন মাসের জন্য অনুশীলনের সুযোগ পেয়েছেন নাজমুল আখন্দ। কিন্তু সুযোগ পেলে কী হবে যাওয়ার অর্থ সংগ্রহ করতে হিমিশিম অবস্থা। তবে শেষ পর্যন্ত বিমানের টিকিটের অর্থ জোগাড় হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল টিকিটের জন্য তিন লক্ষ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আজই সাক্ষাৎ করেছেন ডিফেন্ডার নাজমুল। সেখানে নাজমুলের আবেদনে সাড়া দিয়েছেন ক্রীড়াঙ্গনের অভিভাবক। নাজমুল নিজেই বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে আজ দেখা করে তাকে বিষয়টি জানাই। আবেদনও করি একই সঙ্গে। আমার যাওয়ার টিকিটের অর্থ মন্ত্রী অনুমোদন করে দিয়েছেন। বৃহস্পতিবার অর্থ পাওয়ার কথা রয়েছে।’

সেখান থেকে ফিরেই নাজমুল বিমানের টিকিটের বুকিংও দিয়েছেন। আগামী ১ ফেব্রুয়ারি ব্রাজিলের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। নাজমুল বলেন, ‘মন্ত্রীর আশ্বাসের পর টিকিটের বুকিং দিয়েছি। তার কারণেই আমার ব্রাজিল যাওয়া হচ্ছে। আমি কৃতজ্ঞ তার কাছে।’

Back to top button