সৌদিতে ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
প্রবাস ডেস্কঃ সৌদি আরবে ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে কক্সবাজারের রামুর জামান মো. ইমাম রাশেদ মামুন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে সৌদি আরবের মক্কা নগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামান মো. ইমাম রাশেদ মামুন উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের আশরাফজামানের ছেলে। তিনি দুই সন্তানের জনক। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘ ৮-৯ বছর ধরে সৌদি আরবের মক্কায় ছিলেন মামুন। মঙ্গলবার সেখানে নির্মাণাধীন ৩ তলা ভবনের কাজ শেষ করে মালিককে বুঝিয়ে দিচ্ছিলেন তিনি। এসময় ছাদ পরিমাপকালে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান তিনি। এতে মাথা ও শরীরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামুনের নিকটাত্মীয় গোলাম মোস্তফা বাবুল জানান, বুধবার রাত পর্যন্ত তার মরদেহ দেশে আনার বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে তার দুই শিশু সন্তানের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।