জাতীয়

হেগে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা বাংলাদেশের

বিয়ানীবাজার টাইমসঃ নেদারল্যান্ডসের হেগে শহরে এক কট্টর ডানপন্থীর সাম্প্রতিক পবিত্র কুরআন অবমাননার ঘটনার আজ তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

বিঞ্জপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ এ ধরনের জঘন্য কর্মকা-ের গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং মুসলিমদের ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় চিহ্নের কোন ধরনের অবমাননাকে প্রত্যাখ্যান করেও এর প্রতিবাদ জানায়।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ ধরনের অনাকাক্সিক্ষত উসকানি ও মুসলমানদের প্রতি বৈষম্য বন্ধে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানায়।

Back to top button