খেলাধুলা

রাতারগুল ঘুরলেন মাশরাফী, মেটালেন ভক্তদের সেলফি আবদার

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের লড়াই শুরু আগামী শুক্রবার। এর আগে দারুণ সময় কাটছে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ঢাকা থেকে বুধবার স্ত্রী-সন্তানদের সিলেটে আসেন তিনি। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাশরাফীর সিলেট স্ট্রাইকার্স মটর শোভাযাত্রায় অংশ নেয়। এরপর দুপুর ২টার পর টিম হোটেলে অবস্থান নেন ক্রিকেটাররা।

বিকেলে মাশরাফী তাঁর পরিবার নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার দর্শনীয় স্থান রাতারগুল সোয়াম্প ফরেস্টে ঘুরতে যান। এ সময় স্থানীয় ভক্তদের আবদারে ছবিও তোলেন টাইগারদের সাবেক এই ওয়ানডে অধিনায়ক। চলতি বিপিএলে মাশরাফীর নেতৃত্বে ফর্মের তুঙ্গে সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত ৭ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে। এমনকি অন্যান্য বছরে সবক্ষেত্রে তলানিতে থাকা দলটির ক্রিকেটাররা সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রহের তালিকাতেও আছেন সেরা পাঁচের মধ্যেই।

আগামী শুক্রবার দুপুর ২টায় মাঠে নামবে মাশরাফীর সিলেট স্ট্রাইকার্স। প্রতিপক্ষ নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। সন্ধ্যা ৭টায় পরের ম্যাচে মুখোমুখি হবে শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি সিলেটে খেলা চলবে বিপিএলের। এরমধ্যে প্রথম ২ দিন (২৭ ও ২৮ জানুয়ারি) খেলার পর ২৯ জানুয়ারি বিরতি। ৩০ জানুয়ারি আবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মুখরিত হবে বিপিএলের কলতানে। ঘরের মাঠে তিন ম্যাচ খেলবে সিলেট। লড়াইয়ে নামার আগে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক কিছুটা মুক্ত বিহঙ্গের মতো ঘুরছেন!

Back to top button