সিলেট

সিলেটে আহত অবস্থায় হাসপাতালে যুবকের মৃত্যু, হত্যার অভিযোগ

টাইমস ডেস্কঃ সিলেটে বাবলু মিয়া (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে তাকে অজ্ঞাত পরিচয় লোকজন হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়। এসময় বাবলু সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানিয়েছিলেন তারা। মেডিকেল রিপোর্টেও বিষয়টিকে সড়ক দুর্ঘটনা বলা হচ্ছে।

বাবলু সিলেট মহানগরীর আখালিয়ার ধানুকাটারপাড় গ্রামের সিকান্দর মিয়ার ছেলে।

বাবলুর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে একটি মোবাইল ফোনে তাদের জানানো হয়, বাবলু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তারা দ্রুত হাসপাতালে যান এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন। তবে যারা ভর্তি করেছিল তারা পালিয়ে যায়। পরে বুধবার বিকেল ৩টার দিকে বাবলু মারা যান।

বাবলুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি পরিবারের সদস্যদের। তার লাশ বর্তমানে ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাবলুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে যুবকের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল থেকে আমাদের জানানো হয়েছে। যুবকের পরিবারের লোকজন থানায় এসেছিলেন, তারা কথা বলে গেছেন। তবে কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Back to top button