বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে নও মুসলিম যুবকের লাশ উদ্ধার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজারের একটি বিল্ডিংয়ের ছাদ থেকে এক নও মুসলিম যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক নওমুসলিম কাউসার আহমদ (৩৮), সে একই এলাকার রবি দাসের পুত্র।

বৃহস্পতিবার ভোরে ভাড়া বাসার ছাদে তার লাশ পড়ে থাকতে দেখে নৈশ্য প্রহরীকে প্রতিবেশীরা জানান। নৈশ্য প্রহরী স্থানীয় চেয়ারম্যানকে জানালে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানীর মর্গে প্রেরন করেন।

নও মুসলিম কাউসারের আগের নাম কৃষ্ণ দাস বলে জানা গেছে। ব্যাক্তিগত জীবনে নও মুসলিম কাউসার দুই মেয়ে এবং এক ছেলের পিতা। ঘটনার দিন কাউসারের স্ত্রী ও সন্তানরা নানা বাড়িতে ছিলেন। তিনি স্থানীয় বৈরাগীবাজারে নজরুল মিয়ার মাছের আড়তে কাজ করতেন বলে স্থানীয়রা নিশ্চিত করেন।

খবর পেয়ে নিহত কাউসারের পিতা রবি দাস ও তার বোন এসে কান্নায় ভেঙ্গে পড়েন।

Back to top button
error: Alert: Content is protected !!