সিলেট

সিলেটে ২০০ টাকায় বিপিএলের দুই ম্যাচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের খেলা শুরু হবে শুক্রবার থেকে। তার আগে বুধবার ভেন্যুর টিকেটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকায় দেখা যাবে সিলেট পর্বের খেলা।

সিলেট পর্বে বিপিএলের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৫০০ টাকায় দর্শকেরা পাবেন গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট। ক্লাব হাউজ টিকেটের মূল্য ৫০০ টাকা। পূর্ব গ্যালারি ৩০০ টাকা, পশ্চিম গ্যালারি ও সবুজ গ্যালারিতে ২০০ টাকায় দেখা যাবে বিপিএলের দুই ম্যাচ।

টিকেট সংগ্রহ করা যাবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান ফটক ও সিলেট জেলা স্টেডিয়াম থেকে। খেলার আগের দিন এবং খেলার দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কাউন্টার খোলা থাকবে।

শুক্রবার সিলেট পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্টাইকার্স খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। সন্ধ্যা ৭টায় ফরচুন বরিশালের বিপক্ষে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৩১ জানুয়ারি পর্যন্ত সিলেটে খেলা অনুষ্ঠিত হবে। এরপর ফের ঢাকায় ফিরবে বিপিএল। ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের।

Back to top button