সিলেটে ডাকাত ডাকাত বলে চিৎকার, গিয়ে মিললো অনৈতিক কাজের প্রমান, ৫ নারী-পুরুষ আটক
টাইমস ডেস্কঃ ঘড়িতে রাত প্রায় সাড়ে ৯টা। সিলেট নগরীর মিরাবাজারের আগপাড়ার একটি বাসায় ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুনে জড়ো হয় স্থানীয়রা। ডাকাত ধরতে সেখানে গিয়ে ধরা পড়ে অসামাজিক কার্যক্রমের চিত্র। পরে সেখান থেকে ৩ নারীসহ ৫জন কে আটক করা হয়। এছাড়াও সেখান থেকে উদ্ধার করা হয় বেশ কিছু কনডম ও যৌন উত্তেজক ট্যাবলেট।
জানা যায়, নগরীর মিরাবাজার এলাকার আগপাড়ার মৌসুমী আবাসিক এলাকার ৮৫/বি নং বাসায় একটি ইউনিট ভাড়া নেন এক মহিলা। এর পর থেকেই রাত-বিরাতে সেখানে ছিল পুরুষদের বিচরণ।
স্থানীয়দের অভিযোগ বাসা ভাড়া নিয়ে অবাধে চলছে আসামাজিক কার্যক্রম। পতিতাবৃত্তিসহ নানা ধরনের অশ্লীলতাই চলে এখানে।
ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতে তাদের মধ্যে টাকা নিয়ে বিরোধ দেখা দিলে ডাকাত ডাকাত বলে চিৎকার করে সেখানে অবস্থানরত কেউ। পরক্ষনেই স্থানীয়দের উপস্থিতিতে ধরা পড়ে তাদের কীর্তিকলাপ। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে ৩ নারী ও ২ পুরুষকে আটক করে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানা যায় নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ৩ নারী ও ২ জন পুরুষকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।