বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী বিয়ানীবাজারে পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরে বর্ণাঢ্য র্যালী করেছে বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়ত।
উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ ও সেক্রেটারি জাহিদ আহমদের নেতৃত্বে র্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা মার্কেটস্থ দলীয় কার্যালয়ে’র সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আতিকুর রাহমান, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল হক কাসেমি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জালাল আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক, এম আখতারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্র জমিয়ত সভাপতি আব্দুল হামিদ খান, সাবেক পৌর ছাত্র জমিয়ত সভাপতি রায়হান আহমদ, সাবেক উপজেলা শাখা সভাপতি মারুফুল হাসান, সাবেক সহ সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক দিলাওয়ার হুসাইন, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, সুহাইল আহমদ, মঞ্জুরুল হাসান, শরিফ আল হাসান, রেদওয়ান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি।