শিক্ষা

পাঠ্যবইয়ে কোনো বিষয়ে বিতর্ক বা ভুল থাকলে তা অবশ্যই পরিবর্তন করা হবে: শিক্ষামন্ত্রী

বইয়ে কোনো বিষয়ে বিতর্ক বা ভুল থাকলে তা অবশ্যই পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ভুল পরিবর্তনের সাথে সাথে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মতো কোনো বিষয় পাঠ্যবইয়ে রাখা হবে না। বই সংশোধনের জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সবাই যে বইয়ের ভুল নিয়ে কথা বলছে এটা ইতিবাচক। পাঠ্যপুস্তকের এই বিষয় নিয়ে যেনো কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করতে পারে, সেই বিষয়ে সবাইকে সর্তক থাকা অনুরোধ জানান তিনি।

Back to top button
error: Alert: Content is protected !!