কুলাউড়ামৌলভীবাজার

কুলাউড়ায় প্রতিবন্ধী ভাতা নিয়ে প্রতারণা, প্রতারককে পুলিশে দিল জনতা

কুলাউড়া প্রতিনিধিঃ কুলাউড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থ সহায়তা দেওয়ার কথা বলে প্রতিবন্ধী পরিবারের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সায়েফ আলী (৪০) নামে এক প্রতারককে আটক করেছে জনতা।

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার টিলাগাঁও ইউনিয়ন এলাকায় তাকে জনতা আটকের পর পুলিশের কাছে সোপর্দ করে।
সায়েফ উপজেলার সদর ইউনিয়নের মিম্বর আলীর ছেলে।

এলাকাবাসী ও সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, সায়েফ দীর্ঘদিন থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থ সহায়তা দেওয়ার কথা বলে প্রতারণা করে যাচ্ছে। প্রায় ২৪ জন অসহায় ব্যক্তির কাছ থেকে এ পর্যন্ত বড় অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছেন তিনি।

সোমবার বিকালে টিলাগাঁও ইউনিয়নে এক প্রতিবন্ধীর বাড়িতে গিয়ে প্রতারণার চেষ্টাকালে কৌশলে তাকে আটক করে এলাকাবাসী। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানান স্থানীয়রা। খবর পেয়ে সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রতারক সায়েফকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদজানান, সায়েফ দীর্ঘদিন থেকে এ প্রতারণার সাথে জড়িত। তার বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।

Back to top button