জুড়ীমৌলভীবাজার
জুড়ীতে লাইসেন্স ও হেলমেট না থাকায় জরিমানা
জুড়ী: মৌলভীবাজার জেলার জুড়ীতে মোটর সাইকেলের লাইসেন্স না থাকা ও হেমলেট না পরায় জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার সম্মুখভাগে উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে ও সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারীর যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোটর সাইকেলের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং হেলমেট না পরায় সড়ক পরিবহন আইনের ৬৬ ও ৯২ ধারায় মোট ১৩ টি মামলায় ৬৭০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জুড়ী থানার এসআই সৈয়দ আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।
উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।