জ্বালানি সংকট: সিলেটে পাম্পে পাম্পে জেলা প্রশাসনের তদারকি
সিলেটে জ্বালানি সংকটের অবস্থা জানতে সোমবার বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেছে জেলা প্রশাসন। সরবরাহে গতি আনা ও কৃত্রিম সংকট মোকাবেলায় এ পরিদর্শন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মজিবর রহমান।
আজ জ্বালানি পরিবেশক কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার প্রতিনিধি নিয়ে নগরী ও দক্ষিণ সুরমার কয়েকটি পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলামের নেতৃত্বে পরিদর্শন শেষে জানানো হয়, নগরী ও ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বিভিন্ন পাম্প ও ফিলিং স্টেশনে জ্বালানি স্টক রেজিস্ট্রার ও তেলের মজুদ সরেজমিন পরীক্ষা করা হয়েছে। তবে নগরী ও এর আশপাশ এলাকায় নয়, উপজেলা পর্যায়ের পাম্প পরিদর্শন করে বাস্তব অবস্থা জানার দাবি করেছেন ব্যবসায়ীরা।
ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম বলেন, বিভিন্ন পাম্পের স্টক ও বিক্রয় রেজিস্ট্রার পরীক্ষা করে কোনো সংকট পরিলক্ষিত হয়নি। তবে সেচ মৌসুমে জ্বালানির বাড়তি চাহিদা রয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিদিন সিলেটে ১০ লাখ লিটার চাহিদার বিপরীতে ৩-৪ লাখ লিটার ডিজেল সরবরাহ করায় সংকট দেখা দেয়। এই পরিপ্রেক্ষিতে ধর্মঘটের ডাক দেন ব্যবসায়ীরা। গত ১৬ জানুয়ারি এ নিয়ে জেলা প্রশাসক বৈঠক করেন জ্বালানি পরিবেশক কোম্পানি প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সিলেটে নিয়মিত জ্বালানি তেল সরবরাহ ও সরবরাহে ঘাটতি দেখা দিলে আশুগঞ্জ ও ভৈরব থেকে সিলেটে জ্বালানি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয় পদ্মা, মেঘনা ও যমুনা। এতে ধর্মঘট স্থগিত করা হয়। এ অবস্থায় গত শুক্র, শনি ও রোববার তিনটি রেলের ওয়াগন তেল নিয়ে সিলেট আসে। এখনও সড়কপথে আশুগঞ্জ ও ভৈরব ডিপো থেকে সিলেটে জ্বালানি নিয়ে আসা শুরু করেনি কোম্পানিগুলো।
এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরী সমকালকে বলেন, সংকট কিছুটা কেটেছে। তবে তা যথেষ্ট নয়। নগরী ও আশপাশের এলাকার পাম্প থেকে বেশি ডিজেল বিক্রি হয় যানবাহনে। কিন্তু উপজেলা পর্যায়ে গ্রামের লোকজন ডিজেল কেনে। এজন্য গ্রাম পর্যায়ে পর্যবেক্ষণ করতে হবে।