জাতীয়

হাসপাতালে ভর্তি পরিকল্পনামন্ত্রী

টাইমস ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান এমপি গত ৪ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব ও শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাসনাত হোসেন হাসপাতালে ভর্তির তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মন্ত্রী ড্রাই কফ (খুসখুসে কাশি) নিয়ে তিন-চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি আরও জানান, মন্ত্রী প্রথমে সিএমএইচ হাসপাতাল ভর্তি হন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে। কাল বা পরশু তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।

Back to top button