আন্তর্জাতিক

জাপানের সরকারি ‘ই-মেইল’ বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে

জাপানের ক্যাবিনেট নেটওয়ার্ক সিকিউরিটি সেন্টার (এনআইএসসি) এবং অন্যান্য কয়েকটি সরকারি বিভাগ ২১ জানুয়ারি জানায় যে, দেশটির স্বাস্থ্য, শ্রম ও কল্যাণমন্ত্রী কাতসুনোবু কাতোর ই-মেইল ঠিকানা ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। যা ব্যুরো অফ হাউস অ্যাফেয়ার্স থেকে নির্ধারিত এবং এ ই-মেইলটি তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট নিবন্ধনে ব্যবহৃত হয়েছে।

কল্যাণমন্ত্রী কাতো ছাড়াও এনআইএসসি আরও দেখেছে যে, কেন্দ্রীয় বিভাগের বেশ কয়েকটি ই-মেইল ঠিকানা ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। এতে নতুন করে সাইবার নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে দেশটি। খবর কিয়োদো নিউজের।

এদিকে ফাঁস হওয়া ই-মেইল ও অন্যান্য ডেটা হ্যাকার ফোরাম নামের একটি ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে। এনআইএসসি বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ইভিএম প্রকল্প ‌‘আপাতত’ স্থগিত, যা আছে তাই দিয়ে নির্বাচন

এনআইএসসির সন্দেহ, মার্কিন টুইটারে অন্তত ২৩০ মিলিয়ন ব্যবহারকারীর ই-মেইল ফাঁস হয়েছে।

এছাড়াও জাপানের অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয়, ফায়ার ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল ট্যাক্স এজেন্সির টুইটার অ্যাকাউন্টের নিবন্ধিত ই-মেইল ঠিকানাগুলো এখন ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছে। এরইমধ্যে বেশ কিছু তথ্য বিক্রিও করেছে হ্যাকাররা। তবে কতো দামে এসব বিক্রি হয়েছে তা জানা যায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে নতুন করে সাইবার হামলা বাড়তে পারে। চুরি হতে পারে আরও গুরুত্বপূর্ণ সরকারি ও ব্যক্তিগত তথ্য।

Back to top button