জাতীয়

ইভিএমে ভোট প্রকল্প স্থগিত

আগামী জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ভোটের জন্য নেওয়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প স্থগিত করেছে নির্বাচন কমিশন।

আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।

দেশের আর্থিক অবস্থার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে দেড়শ আসনে ইভিএম ব্যবহারের জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প অনুমোদন করে পরিকল্পনা কমিশনে পাঠায় নির্বাচন কমিশন।

Back to top button