সিলেটে দিনে ভিক্ষা, রাতে হোটেলে রাত্রি যাপন!
টাইমস ডেস্কঃ দিনে ভিক্ষাবৃত্তি করে রাতে আবাসিক হোটেলে থাকেন কথাটি অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু গেল দুই দিনে সিলেটের আবাসিক হোটেলে দুই ভিক্ষুকের মৃতদেহ উদ্ধারের পর এমন তথ্যটি বেরিয়ে এসেছে। দিনে ভিক্ষা করে রাতে নগরীর বন্দরবাজারের কম দামের আবাসিক হোটেলগুলোতে এমন ভিক্ষুক বসবাস করেন যা অনেকেই আগে জানতেন না। আবসিক হোটেলে এভাবে আরো ভিক্ষুক রাত্রি যাপন করেন এমনটি জানিয়েছেন হোটেল সংশ্লিষ্টরা।
জানা গেছে, শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরীর বন্দরবাজারের লালবাজারের লাভলী হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে উদ্ধার করা হয় শাহেদ মোশাররফ (৩৫) নামের এক ব্যক্তির লাশ। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও মিয়াপাড়া এলাকার আব্দুল করিমের পূত্র। লাভলী হোটেল এন্ড রেস্টুরেন্টে দীর্ঘদিন ধরে বসবাস করে বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন তিনি। মারা যাওয়া মোশাররফ যক্ষা রোগী এবং তার পাশে পাওয়া গেছে চিকিৎসার বিভিন্ন কাগজও। হোটেল কর্তৃপক্ষ জানায় ওইদিন সকাল থেকে অসুস্থ হয়ে পড়েন তিনি। দুপুরে দিকে খবর পেয়ে পুলিশ এসে হোটেলের ২৫ নম্বর কক্ষ থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে মারা গেছেন তিনি।
এর দু’দিনপর আজ রবিবার (২২ জানুয়ারি) নগরীর বন্দরবাজারের হোটেল আল ফয়েজ থেকে আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির নাম নাজিম উদ্দিন নাজির (৬০)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজলার হরিনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পেশায় তিনিও একজন ভিক্ষুক ছিলেন।
রবিবার দুপুরের দিকে ওই হোটেলের দ্বিতীয় তলার ১২ নাম্বার কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। হোটেল কর্তৃপক্ষ জানায়, অন্যান্য দিনের মত ভিক্ষাবৃত্তি করে শনিবার রাতে হোটেলে ঘুমিয়ে পড়েন ঐ ব্যক্তি। রবিবার সকালে ঘুম থেকে না উঠলে হোটেল কর্মচারীরা তার কক্ষে ডাকাডাকি করেন। এসময় কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ সিলেটভিউকে জানান, মারা যাওয়া ব্যক্তি নগরীতে ভিক্ষা করতেন। এটি একটি স্বাভাবিক মৃত্যু বলে যোগ করেন তিনি।
সিলেটে দুই দিনে আবাসিক হোটেল থেকে দুই ভিক্ষুকের মৃতদেহ উদ্ধারের পর অনেকেই জানতে পারেন ভিক্ষাবৃত্তি করে আবাসিক হোটেলে ভিক্ষুক রাত্রি যাপন করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর বন্দরবাজার এলাকায় বেশ কয়েকটি কম দামের আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলে অনেকেই মাসিক চুক্তিতে ভাড়া থাকেন। থাকেন অনেক ভিক্ষুকও। কারণ এসব হোটেলে ভাড়া অনেক কম। মাসিক হিসেবে তিন থেকে সাড়ে ৩ হাজার টাকায় কক্ষ ভাড়া পাওয়া যায়।
রবিবার সন্ধ্যায় বন্দরবাজারে কথা হয় ভিক্ষুক আফতাব মিয়ার সাথে। তিনি বলেন, পরিবার থাকেন গ্রামের বাড়িতে। শহরে বাসাভাড়া নিয়ে থাকা অনেক ব্যয় সাপেক্ষ। অনেকে আবার ভিক্ষুক শুনলে বাসা ভাড়াও দেন না। এছাড়া নগরীতে দিনরাত ভিক্ষা করে হাতের কাছেই হোটেল থাকায় রাত্রি যাপন আমাদের মত মানুষের জন্য সহজ বলে মন্তব্য করেন তিনি।
বন্দর বাজারের হোটেল আল ফয়েজ এর ম্যানেজার শাহিন মিয়া সিলেটভিউকে বলেন, আমাদের অনেক কক্ষের ভাড়া দেড়শ টাকা। ভিক্ষুক কিংবা নিম্ন আয়ের মানুষের জন্য ভাড়া অনেক সময় আরো কম দিয়ে থাকি। রবিবার ওই হোটেলে মারা যাওয়া ভিক্ষুক নাজির দৈনিক ১২০ টাকা ভাড়া দিয়ে থাকতেন বলে জানান তিনি।