খেলাধুলা

সেরার পুরস্কার মাকে উৎসর্গ করলেন হাকিমি

কাতার বিশ্বকাপে মায়ের প্রতি ভালোবাসার অনন্য নজির স্থাপন করেছিলেন মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমি। বিশ্বকাপে তার খেলা দেখতে এসেছিলেন তার মা। জয়ের পরে মায়ের কাছে ছুটে গিয়েছিলেন তিনি। মাকে আলিঙ্গনে বেধেছিলেন, মায়ের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন।

লিওনেল মেসি, রোনালদো কিংবা ইউরোপের অন্য দলের খেলোয়াড়রা কাতারে তাদের স্ত্রী কিংবা প্রেমিকাদের এনেছিলেন। পাশ্চাত্যধারার আধুনিক, সুন্দরী স্ত্রী আছে হাকিমিরও। তবে বিশ্বকাপের মুহূর্তটা মায়ের সঙ্গে উপভোগ করেছিলেন পিএসজি ডিফেন্ডার।

বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তুলতে রেখেছিলেন বড় ভূমিকা। পিএসজি’তেও দুর্দান্ত খেলেছেন তিনি। যে কারণে তাকে আরবের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়েছে। শনিবার ওই পুরস্কার জিতে মায়ের প্রতি ভালোবাসা দেখালেন মরক্কোর এই ফুটবলার।

Back to top button
error: Alert: Content is protected !!