আন্তর্জাতিক

সুইডেনে ফের কোরআন অবমাননা, তুরস্কে সুইডিশ মন্ত্রীর সফর বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেনের সদস্যপদ পাওয়া নিয়ে তুরস্কের আপত্তির বিরুদ্ধে বিােভ করেছে দেশটির উগ্র ডানপন্থীরা। আর এই বিােভে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। এর নেতৃত্বে ছিলেন উগ্রপন্থি সুইডিশ রাজনীতিবিদ রাসমুস পালুদান। এর আগেও একাধিকবার তিনি এমন ঘৃণিত কাজ করেছেন।

আল জাজিরা ও গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, শনিবার রাজধানী স্টকহামে উগ্রপন্থি সুইডিশ রাজনীতিবিদ রাসমুস পালুদানকে তুরস্কের দূতাবাসের সামনে বিােভ করার অনুমতি দেয় সুইডেন। আর সেখানেই বিােভের নামে পবিত্র কোরআন পোড়ান তিনি।

শনিবার পুলিশ দ্বারা পরিবেষ্টিত হয়ে পালুদান একটি লাইটার দিয়ে পবিত্র গ্রন্থ আল কোরআনে আগুন ধরিয়ে দেন। এছাড়া প্রায় এক ঘণ্টা ধরে সেখানে তিনি সুইডেনে ইসলাম এবং অভিবাসনকে আক্রমণ ও সমালোচনা করেন।

এই ঘটনায় বিবৃতি দিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎণিক প্রতিক্রিয়া জানায়। মন্ত্রণালয় বলেছে, ‘আমরা আমাদের পবিত্র গ্রন্থের ওপর জঘন্য হামলার সম্ভাব্য সবচেয়ে জোরালো ভাষায় নিন্দা জানাই… মত প্রকাশের স্বাধীনতার আড়ালে এই ইসলাম বিরোধী কাজের অনুমতি দেওয়া সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। মুসলমানদের ল্যবস্তু করে পরিচালিত এই কাজ আমাদের পবিত্র মূল্যবোধের অবমাননা করে।’

সৌদি আরব, জর্ডান এবং কুয়েতসহ বেশ কয়েকটি আরব দেশও পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছে।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব সংলাপ, সহনশীলতা এবং সহাবস্থানের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার পে এবং ঘৃণা ও চরমপন্থাকে প্রত্যাখ্যান করছে।

শনিবার সুইডেনের প্রতিরামন্ত্রীর একটি সফর বাতিল করে দিয়েছে তুরস্ক। মূলত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনের সদস্যপদ পাওয়া নিয়ে তুরস্কের আপত্তি কাটিয়ে উঠার ল্েয সুইডিশ ওই প্রতিরামন্ত্রীর আঙ্কারা সফরে যাওয়ার কথা ছিল।

মূলত গত বছরের জুনে সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে তুরস্কের সঙ্গে চুক্তি করে ফিনল্যান্ড-সুইডেন। ওই চুক্তির শর্ত অনুযায়ী, কুর্দি সন্ত্রাসীদের কোনও প্রশয় দিতে পারবে না এই দুটি দেশ। একই সঙ্গে ফিনল্যান্ড-সুইডেনে বসবাসরত পলাতক কুর্দি সন্ত্রাসীদের তুরস্কের হাতে তুলে দিতে হবে। এমন শর্ত নিয়েই দেশটিতে বিােভ হচ্ছে।

Back to top button