সিলেট

সিলেটে আবাসিক হোটেলে ভিক্ষুকের লা শ !

সিলেটে আবাসিক হোটেল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম নাজিম উদ্দিন নাজির (৬০)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজলার হরিনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

রবিবার দুপুর আনুমানিক ১২টায় নগরীর বন্দর বাজারের হোটেল আল ফয়েজ থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে। ওই হোটেলের দ্বিতীয় তলার ১২ নাম্বার কক্ষে তিনি ভাড়া থাকতেন। পেশায় তিনি একজন ভিক্ষুক।

জানা গেছে, প্রতিদিনের মত তিনি ভিক্ষাবৃত্তি করে শনিবার রাতে হোটেলে ঘুমিয়ে পড়েন। রবিবার সকালে ঘুম থেকে না উঠলে হোটেল ষ্টাফরা তার কক্ষে ডাকাডাকি করেন। এসময় কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ সিলেটভিউকে জানান, মারা যাওয়া ব্যক্তি নগরীতে ভিক্ষা করতেন। এটি একটি স্বাভাবিক মৃত্যু বলে জানান থানার ওসি।

Back to top button
error: Alert: Content is protected !!