হবিগঞ্জ

মাধবপুরে ফেরীওয়ালা সেজে মাদক পাচার, যুবক গ্রে প্তা র

হবিগঞ্জের মাধবপুরে ফেরীওয়ালা সেজে মাদক পাচারের চেষ্টা করেও পুলিশের চোখ ফাঁকি দিতে পারেনি এক মাদক ব্যবসায়ী। অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে পুলিশ ওই মাদক ব্যবসায়ী জসিমকে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণে করে। জসিম গাজীপুর জেলার পাইটেলবাড়ী এলাকার মৃত কালাচাঁন মিয়ার ছেলে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার রাতে পুলিশ চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকা থেকে ৮ কেজি গাঁজা সহ জসিম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। জসিম ফেরীওয়ালা সেজে গাঁজা পাচারের সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।

Back to top button
error: Alert: Content is protected !!