খেলাধুলা

আইপিএলের নিলামে ৮ বাংলাদেশি নারী ক্রিকেটার

সালমা খাতুন, জাহানারা আলমদের রয়েছে ভারতের নারী আইপিএল খেলার অভিজ্ঞতা। এবার এমন হতে পারে বাংলাদেশি অন্য ক্রিকেটারদেরও। এবারের নারী আইপিএল’র নিলামে থাকছেন বাংলাদেশের ৮ জন ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) থেকে ক্রিকেটারদের নামের তালিকা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠানো হয়েছে। নিলামের জন্য নাম পাঠানো ৮ ক্রিকেটার হলেন সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, নিগার সুলতানা, নাহিদা আকতার, মারুফা আকতার, রিতুমনি ও স্বর্ণা আকতার। আগামী ১১ই ফেব্রুয়ারি আইপিএলের নারী ক্রিকেটের নিলাম অনুষ্ঠিত হবে।

নারী আইপএল খ্যাত ভারতের ঘরোয়া ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্ট প্রথমবার মাঠে গড়ায় ২০১৮ খ্রিষ্টাব্দে। প্রথম সংষ্করণে ট্রেলব্লেজার্সকে হারিয়ে শিরোপা কুড়ায় সুপারনোভা দল। দ্বিতীয় আসরে ভেলোসিটি দলের হয়ে খেলেন টাইগ্রেস পেসার জাহানারা আলম। ফাইনালে নিজে উজ্জ্বল নৈপুণ্য দেখালেও সুপারনোভার কাছে হেরে যায় ভেলোসিটি। জয়পুরে সেবার ফাইনালে চার ওভারের স্পেলে মাত্র ২১ রানে দুই উইকেট নেন জাহানারা।

আর টাইগ্রেস অলরাউন্ডার সালমা খাতুন এ টুর্নামেন্টে পেয়েছেন শিরোপার স্বাদও। শারজাহ স্টেডিয়ামে ২০২০ আসরের ফাইনালে সুপারনোভার বিপক্ষে মাত্র ১১৮ রানের পুঁজি নিয়ে  ১৬ রানে জয় পায় সালমা খাতুনের দল ট্রেলব্লেজার্স। ফাইনালে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চার ওভারের স্পেলে মাত্র ১৮ রানে তিন উইকেট নেন অফস্পিনার সালমা খাতুন। যদিও ৬৮ রানের ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কার পান তার দলের ওপেনার স্মৃতি মান্ধানা।

Back to top button
error: Alert: Content is protected !!