দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

টাইমস ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমার সিলামে সড়ক দুর্ঘটনায় মহিলা শিশুসহ ২জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার ( ২০ জানুয়ারি ) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট- সুলতানপুর-গহরপুর রোডের সিলাম বটতলার সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেট থেকে গহরপুর যাওয়ার পথে বিপরীথমুখী একটি ট্রাক ধাক্কা দিলে অটোরিকশার চালক এবং এক যাত্রী নিহত হয়েছেন।
নিহত অটো চালক বাবুল মিয়া (৫৫)। তিনি বালাগঞ্জ উপজেলার চরআলা গ্রামের ফুরমত উল্লাহর ছেলে।
অপর নিহতের নাম মো. আনহার। তিনি বালাগঞ্জের গহরপুর এলাকার আজমল আলীর ছেলে।
এ দুর্ঘটনায় মহিলা শিশুসহ আরও ৪ জন আহত হয়েছেন। তারা হলেন, রেজাউল, সোনা মিয়া, রোজিনা ও আলআমীন। এদের মধ্যে রোজিনার অবস্থা আশঙ্কাজনক বলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে থাকা নিহত বাবুল মিয়ার ছেলে সুজন মিয়া সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি দু’জন যাত্রী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে জানিয়েছেন, এ ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।