সিলেট

ঢাকা-সিলেট করিডোর সড়ক প্রকল্পে ১ হাজার ৫৫ কোটি টাকা ক্রয় অনুমোদন

টাইমস ডেস্কঃ ঢাকা-সিলেট করিডোরসহ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে চারটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি করে প্রস্তাব ছিল। এছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন পেয়েছে দুটি।

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত প্রস্তাবের মধ্যে রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্প। এতে চীন ও বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৫৫ কোটি ২০ লক্ষ ৩৪ হাজার ৫৫৪ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার অনুমোদিত প্রস্তাবগুলো সম্পর্কে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
ক্রয় কমিটির অনুমোদিত চারটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ১৭৯ কোটি ১৭ লাখ ৩ হাজার ৬৪ টাকা। এ অর্থায়নে জিওবি থেকে আসবে ২২৩ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৯৯৮ টাকা এবং এডিবি ঋণ ৯৫৫ কোটি ৫৪ লাখ ১৪ হাজার ৬৬ টাকা।

Back to top button
error: Alert: Content is protected !!