বড় ভাইয়ের মৃত্যুর খবরে ছোট বোনের মৃত্যু, একসঙ্গে দাফন

রাজধানীর শান্তিবাগে নিজ বাসায় গতকাল রাতে মারা যান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জাফরুল হাসান (৭৩)। তাঁর মৃত্যুর খবর শুনে ছোট বোন মাহমুদা বেগমও (৫০) মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁদের দুজনকে একসঙ্গে দাফন করা হয়েছে।
মৃত জাফরুল হাসান পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠি গ্রামের বাসিন্দা। তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। রাজধানীর শান্তিবাগে নিজের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর ছোট বোন মাহমুদা বেগম রাজধানীর জিগাতলায় বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে শান্তিবাগের বাসায় জাফরুল হাসান মারা যান। ভাইয়ের মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন মাহমুদা বেগম। পরে তাঁকে উদ্ধার করে স্বজনেরা রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরে ঢাকা থেকে দুই ভাইবোনের লাশ তেজদাসকাঠি গ্রামের তালুকদার বাড়িতে পৌঁছায়। জোহরের নামাজের পর তেজদাসকাঠি নুরানি মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়। মৃত্যুর সময় জাফরুল হাসান স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। আর মাহমুদা বেগমেরও দুই ছেলে আছে।
মৃত জাফরুলের শ্যালক ও পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির বলেন, ছয় মাস আগে মাহমুদার স্বামীর মৃত্যু হয়। কয়েক মাস পর বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মাহমুদা সহ্য করতে পারেননি। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে তিনি দাবি করেন।
তেজদাসকাঠি গ্রামের বাসিন্দা পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, জাফরুল হাসান এলাকার মানুষের বিপদে সহযোগিতা করতেন। দুই ভাইবোনের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া পড়েছে।