বিয়ানীবাজার সংবাদ

এমবিই খেতাবপ্রাপ্ত লন্ডন টাইগার্সের সিইও মেছবাহ আহমদ বিয়ানীবাজারে সংবর্ধনা

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজারের কৃতিসন্তান, লন্ডন টাইগার্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেছবাহ আহমদ শিক্ষা, সমাজসেবা, ক্রীড়া ও চারিটিতে অসামান্য অবদান রাখায় নতুন বছরে ব্রিটেনের রাজা কর্তৃক Member of the Order of the British Empire (MBE) খেতাবে ভূষিত হওয়ায় নিদনপুর-সুপাতলা এলাকবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় বিয়ানীবাজার পৌরশহরস্থ অভিজাত হাজী তমছির আলী কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরব্বি হাজী মতিউর রহমান পাখি।

বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক খন্দকার লোকমান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র জিএস ফারুকুল হক। সংবর্ধিত অতিথির অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজারের নিদনপুর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী মিছবাহ আহমেদ এমবিই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা পরিষদের সদস্য খছরুল হক, বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র মোঃ আব্দুস শুকুর। ৮নং ওয়ার্ড কাউন্সিলর এনাম হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান আফজল, লাউতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদিকুর রহমান খান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানের ।সংবর্ধিত অতিথি মিছবাহ আহমেদ এমবিই এবং আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আলাল উদ্দিন।

অনুষ্ঠিত উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মেছবাহ আহমদ আমাদের বিয়ানীবাজার তথা সমগ্র সিলেটের গর্ব, ব্রিটেনের বাঙালিদের গর্ব। ব্রিটেন এবং বাংলাদেশে শিক্ষা, সমাজসেবা, ক্রীড়া ও চারিটিতে মেছবাহ আহমদের অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ব্রিটেনের রাজা কর্তৃক MBE খেতাবে ভূষিত হওয়ায় অতিথিবৃন্দরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় অন্যান্যেত মধ্য্ব উপস্থিত ছিলেন হাজী তমছির আলী কমিউনিটি সেন্টারের চেয়ারম্যান হাজী বেলাল উদ্দিন, বিয়ানীবাজারের সোনালী অতীত ফুটবল একাদশের সভাপতি হারুন আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবুল হোসেন খসরু, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেল আহমেদ, জলঢুপ স্পোর্টস একাডেমির পরিচালক জামাল উদ্দিন, মাষ্টার ফখর উদ্দিন, মাষ্টার ফয়জুল হক, প্রভাষক আব্দুস সামাদ আজাদ, যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান একলাছ, যুক্তরাজ্য প্রবাসী সেলিম উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী বাবুল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী রিপন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী রায়হান আহমদ, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী হোসেন আহমদ, বিসিএল এর চেয়ারমান জুনেদ খান, ক্রীড়া ধারাভষ্যকার ও সংবাদিক মাছুম আহমদ, ৯নং ওয়ার্ড আওয়মী লীগের সাধারন সম্পাদক নাজমুল হোসেন, আওয়মী লীগ নেতা শামিম আহমেদ, উপজেলা আওয়মী লীগের সদস্য লুৎফুর রহমান ফয়ছল, হাজী আব্দুস শহিদ, রোটারিয়ান জামিল হোসেন, রাহাত খান, ইকবাল হোসেন, রওয়াইদ আলী, আনিছুর রহমান, সালেহ আহমদ ফারুক, তাজ উদ্দিন, আব্দুস সালাম, রাসেল আহমদসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।

অনুষ্ঠানের শেষাংশে সংবর্ধিত অতিথি মেছবাহ আহমেদ এমবিই’কে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

Back to top button