আমি এমপি হলে বগুড়ায় বিমানবন্দর করবো: হিরো আলম
অবশেষে উচ্চ আদালতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আবারও সিংহ প্রতীক নিয়ে লড়তে চেয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে তাকে দেওয়া হয়েছে একতারা প্রতীক। আর এই প্রতীক নিয়েই জোর কদমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল থেকে নিজের জন্মস্থান বগুড়া সদরের এরুলিয়া বাজার থেকে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারণা ও গণসংযোগ শুরু করেন হিরো আলম।
এদিকে সরেজমিনে দেখা যায়, হিরো আলম পিকআপে করে, পায়ে হেঁটে লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছেন। এদিন নিজের জন্মস্থান এরুলিয়াসহ নামুজা, তিনদিঘী ও মুরোইলের ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পর একতারা প্রতীকে ভোট চান তিনি। এসময় ভোটারদের তার সঙ্গে সেলফি তুলতে দেখা যায় এবং অনেকেই তাকে উৎসাহ দেন। প্রচারণায় দেখা যায় সুসজ্জিত পিকআপ ভ্যান নিয়ে ভিন্ন রকম গণসংযোগ চালান হিরো আলম। পিকঅ্যাপে ছিলো মিনি মঞ্চ, ‘একতারা’ প্রতীক-সম্বলিত ব্যানার ও মাইক।
এ সময় হিরো আলম বলেন, ‘আদালতের ন্যায়বিচার পেয়েই এলাকায় প্রচারণা শুরু করেছি। আজ সকাল থেকে কর্মী-সমর্থকদের নিয়ে আমার নির্বাচনী এলাকায় জনসংযোগে নেমেছি। প্রচারণায় ভোটারদের অভাবনীয় সাড়া পাচ্ছি। অনেকেই আমাকে নিজের সন্তানের মতো দোয়া দিয়েছেন।’ এ সময় স্থানীয় ভোটাররা বলেন, ‘হিরো আলম আমাদের সন্তানের মতো। তাকে আমরা অনেক ভালোবাসি। আমরা তাকে অবশ্যই ভোট দেব। জয়ী হলে তাকে আমাদের সুখে-দুঃখে সব সময় পাশে পাওয়া যাবে।’
হিরো আলম আরও বলেন, ‘আমি আপনাদেরই সন্তান, আমাকে আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। আমি চাইবো, আপনারা আমাকে ভোট দিয়ে জয়ী করবেন। আমি এমপি হলে বগুড়ায় বিমানবন্দর করবো। আর বগুড়া রেললাইন শহরের বাইরে নিয়ে যাবো। বগুড়া শহরকে যানজট মুক্ত করতে যা কিছু করা দরকার তার সবই করবো। আমি মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে দোয়া নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো, ইনশাআল্লাহ।’
আলম বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে আমার লোকজন কম ছিল। তখনের পরিবেশ পরিস্থিতি আপনারা দেখেছেন। আমি চাইবো এবার একটা সুস্থ, সুন্দর পরিবেশে ভোট হোক। সেবার আমার ওপর হামলার ঘটনা ঘটেছিল। এবার নির্বাচনে অবাদ, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশ চাই। সাধারণ জনগণ যাতে তাদের ভোট প্রয়োগ করতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আগামী ১ ফেব্রুয়ারি বগুড়াবাসী আমাকে বিপুল ভোটে জয়ী করবেন বলে আমি আশা করছি।’