মৌলভীবাজার
৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে মৌলভীবাজার
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারে আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমতে থাকে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র পযবেক্ষক মুজিবুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে তাপমাত্রা কমে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। আরো কয়েকদিন এই তাপমাত্রা থাকতে পারে বলে তিনি জানিয়েছেন।
এদিকে তাপমাত্রা কমায় প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়েছে জেলার হাওর পাড়ের লোকজন ও চা বাগানের লোকজন। ৯২টি চা বাগানে শীতে কাবু হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানিয়েছেন, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ৩৫ হাজার ৫শ’ কম্বল দেওয়া হয়েছে। এই কম্বলগুলো চা বাগান ও হাওর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।