শীতে কাবু মৌলভীবাজার
মৌলভীবাজারে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।বুধবার (১৮ জানুয়ারি ) এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা ছয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দীপে ২৯ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানান, বেলা বাড়লে সূর্যের তেজ বাড়ে এ সময় গরম অনুভব হয়। সকালে ও রাতে কুয়াশায় ঢাকা পড়ে প্রকৃতি। তখন বাড়ে শীতের তীব্রতা।
মৌলভীবাজার শহরের শিক্ষক জাবিদুর রহমান বলেন, শীতে জবুথবু অবস্থা। প্রয়োজনীয় কাজে বাহিরে গেলে হাত পা ঠান্ডায় জমে যায়। এবারের টানা শীতে জনজীবনে অনেকটা বিপর্যয় নেমে এসেছে।
শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী মো. আনিসুর রহমান বলেন, বুধবার (১৮ জানুয়ারি ) সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। চলতি বছরের শীত মৌসুমে শ্রীমঙ্গলে তাপমাত্রা ওঠানামা করছে। জেলা জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বহে যাচ্ছে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে থাকবে।