খরচ কমাতে আবারও নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে এবং খরচ কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘খরচ বন্ধ করা যাবে না। শিল্প, কৃষি সব ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে সবাইকে অংশ গ্রহণ করতে হবে।’
মঙ্গলবার (১৭ জানুয়ারী) রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্টিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন।
সভায় মিঠামাইন উড়াল সেতুসহ ১০ হাজার ৬৮৩ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে বিদেশি ঋণ ২ হাজার ৭৯৮ কোটি টাকা। বাকি অর্থ সরকারি কোষাগার থেকে ব্যয় করা হবে।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, সভায় সাতটি মন্ত্রণালয়ের ১১টি প্রকল্পের মধ্যে ছয়টি নতুন প্রকল্প ও পাঁচটি সংশোধিত প্রকল্প রয়েছে। এই সংশোধিত প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এই অনুশাসন দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনাসচিব সত্যজিৎ কর্মকারসহ বিভিন্ন সদস্য (সচিব) উপস্থিত ছিলেন।