খেলাধুলা

‘হেক্সা’ মিশনে রাতে মাঠে নামছে মাশরাফির সিলেট

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে রীতিমতো উড়ছে সিলেট স্ট্রাইকার্স। ঢাকা পর্বের পর চট্টগ্রামেও নিজেদের ফর্ম ধরে রেখেছেন মাশরাফি বিন মুর্তজারা। প্রথম পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছে তারা। আজ তাদের ষষ্ঠ ম্যাচ, প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজকের ম্যাচটিকে ‘মিশন হেক্সা’ বলে আখ্যায়িত করেছে সিলেট।

এদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে সিলেট-কুমিল্লা ম্যাচটি। আজ মঙ্গলবার দুপুরে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে মাশরাফিদের একটি ছবি পোস্ট করেছে রংপুর।

সেই ক্যাপশনে লিখেছে ‘মিশন হেক্সা’। হ্যাশট্যাগ দিয়ে লিখেছে, সিলেট স্টাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচের কথা। টানা পাঁচ জয়ের পর আজ ষষ্ঠ জয়ের মিশনে নামার কথায় বুঝিয়েছে দলটি।

এর আগে গত ২০০২ সালে নিজেদের পঞ্চম বিশ্বকাপ জয়ের পর ব্রাজিল ফুটবল দলের লক্ষ্য ‘হেক্সা জয়’, অর্থ্যাৎ ষষ্ঠ বিশ্বকাপ জয়। ‘হেক্সা’ জয়ের লক্ষ্য নিয়েই দলটি ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে অংশ নেয় ব্রাজিল। তবে ‘হেক্সা’ জয় এখনো সেলেসাওদের অধরাই রয়ে গেল। টানা ষষ্ঠ জয় তুলে নিয়ে সিলেটের ‘হেক্সা মিশন’ সফল হয় কিনা – সেটাই এখন দেখার বিষয়।

Back to top button