আন্তর্জাতিক

লন্ডনের কাউন্সিল ফ্ল্যাট থেকে নারীর মৃতদেহ উদ্ধার

লন্ডনের সাদারক কাউন্সিল এলাকার একটি ফ্ল্যাট থেকে গত শুক্রবার এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিস। মারা যাওয়া নারী বসবাস করতেন জেফ্রি বওয়াচি ফ্রিম্পং এর উপর তলায়। উপর তলা থেকে লীক হয়ে পানি পড়তে থাকার ঘটনা যাচাই করতে গিয়ে জানা গেলো, ফ্ল্যাটে গত কয়েক সপ্তাহ কিংবা মাস ধরে মরে পড়ে আছেন এক নারী। জেফ্রি বওয়াচি ফ্রিম্পং জানান, তিনি বারবার কাউন্সিলকে লিকের ঘটনা জানিয়েছেন। গত শুক্রবার তিনি এবং মেরামত কর্মী মিলে দুঃখজনক এই ঘটনা আবিষ্কার করেন।

জেফ্রি জানান, গত বছর তিনি তাঁর প্রতিবেশী এই মহিলার ঘরে গিয়েছিলেন। ফিরে এসে তিনি কাউন্সিলে ওই মহিলার বসবাসের পরিস্থিতি রিপোর্ট করেছিলেন।

মৃত মহিলার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। সাদারক কাউন্সিল জানিয়েছে, এই ফ্ল্যাটের ভাড়া বাকি থাকায় কাউন্সিলের পক্ষ থেকে বাসিন্দার সাথে যোগাযোগ করা হচ্ছিল। গত জুলাই মাসে কাউন্সিলের সাথে সর্বশেষ যোগাযোগ হয় ভাড়াটিয়ার।

কাউন্সিল অবশ্য এরই মধ্যে জেফ্রি কাছে দুঃখ প্রকাশ করে মেরামতের বিষয়গুলো আলোচনা করে নিয়েছে। এমন ঘটনা যাতে আবারও না ঘটে, তা নিশ্চিত করতে ঘটনার তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে কাউন্সিল কর্তৃপক্ষ।

Back to top button